তারুণ্যের উৎসবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টি-টেন’ ক্রিকেট লিগ

১২ নভেম্বর ২০২৫, ০৫:২৩ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী টি–১০ ক্রিকেট লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ উপলক্ষে প্রতিষ্ঠান ও বিভাগীয় পর্যায়ের সব খেলা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি অধিদপ্তরের শাখা–২ (সমন্বয়, জিপিএমএস ও আইসিটি) থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, উদযাপন কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে খেলা আয়োজনের ব্যবস্থা করতে হবে।

বিভাগীয় পর্যায়ের খেলাগুলো প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন বনাম চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন, রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন বনাম রংপুর বিভাগ চ্যাম্পিয়ন, বরিশাল বিভাগ চ্যাম্পিয়ন বনাম খুলনা বিভাগ চ্যাম্পিয়ন এবং সিলেট বিভাগ চ্যাম্পিয়ন বনাম ময়মনসিংহ বিভাগ চ্যাম্পিয়ন; এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ের খেলাগুলোর সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালকরা। 

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫