মুশফিকের ৯৯তম টেস্টে যেমন হবে বাংলাদেশের একাদশ

১১ নভেম্বর ২০২৫, ০৬:২৩ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৬:২৪ AM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক ছুঁতে পারেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

অবশ্য প্রায় চার মাস বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, আর মুশফিক খেলবেন তার ক্যারিয়ারের ৯৯তম টেস্ট ম্যাচ। মুশির ৯৯তম ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশ উচ্ছ্বসিত।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপেরিয়েন্সকে গুরুত্ব ও অগ্রাধিকার দিই। তাই উনার (মুশফিকের) এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদের অনেক হেল্প করে।

শান্ত আরও বলেন, স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরোদিনটা, পাঁচটাদিন খুব ভালোভাবে এনজয় করতে চাই। সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ, উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুৃল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা, হাসান মুরাদ।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫