পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১১ নভেম্বর ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০১:২৭ AM
বিপিএলেরে কাপ

বিপিএলেরে কাপ © সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে পারে এবারের আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি। মূলত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এদিকে আগামী ১৭ নভেম্বর যে নিলামটি হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে ২১ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এবার ড্রাফট নয়, বরং নিলাম পদ্ধতিতেই খেলোয়াড় বাছাই হবে। দীর্ঘ বিরতির পর বিপিএলে আবারও ফিরছে এই পদ্ধতি। এ কারণে বিদেশি অভিজ্ঞ কর্মীদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

যদি শেষ পর্যন্ত বিদেশি বিশেষজ্ঞদের পাওয়া না যায়, তাহলে সিলেট বিভাগে থাকা কয়েকজন দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। আগামী ২১ নভেম্বর বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায়, বিপিএলের নিলাম সেদিন বিকেল তিনটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার বিপিএলের আগামী আসরে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে বিসিবি। এই দলগুলো হলো- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালস।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫