ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ PM
পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ © সংগৃ হীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দু’তিন দিনের মধ্যে কীভাবে জামিনে বের হয়ে যায় তা বোধগম্য নয়’ আইজিপি এমন মন্তব্য করেছেন। তবে প্রকৃতপক্ষে আইজিপি বাহারুল আলম এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপির বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব্য আইজিপির নয়। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। 

আরও পড়ুন: শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে দেশের যে ২০ বেসরকারি বিশ্ববিদ্যালয়

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এই ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রেস উইং উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫