গারো স্কুলশিক্ষাথীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামীসহ দুই জন গ্রেপ্তার

০১ অক্টোবর ২০২৫, ০৫:২২ PM
ধর্ষণের প্রতীকী ছবি

ধর্ষণের প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো স্কুলশিক্ষার্থীকে (১৬) ধর্ষণের ঘটনায় প্রধান আসামী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১অক্টোবর) দুপুর ২ টার দিকে ধারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এদিন রাতে মামলার অপর আসামী মিলনকে (২১) জুবলী থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ হেডকোয়ার্টাস। 

জানা গেছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে সে তার বন্ধু মিলনের সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন ওই বন্ধু। এ সময় অটোরিকশা চালক বাশার হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশা চালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়। তবে তাকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। গারো তরুণীর মা বাদী হয়ে থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহন করার প্রক্রিয়া চলছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫