বার্সেলোনা দল © টিডিসি ফটো
লা লিগায় রিয়াল বেতিসের মাঠে ৫-৩ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফেরান টরেস। লামিন ইয়ামাল পেনাল্টি থেকে গোল করেছেন। পঞ্চম স্থানে থাকা বেতিসকে বড় ব্যবধানে হারিয়ে বার্সেলোনা লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ থেকে ব্যবধান চার পয়েন্টে বাড়িয়েছে।
টরেস ধীরে ধীরে হান্সি ফ্লিকের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকারে পরিণত হয়েছেন। ৩৭ বছর বয়সী রবার্ট লেয়ানডোভস্কির খেলার সময় কমে যাওয়ায় স্প্যানিশ ফরোয়ার্ডই এখন দলে বেশি সুযোগ পাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৩ গোল করে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা টরেস। লা লিগায় তার গোল এখন ১৫ ম্যাচে ১১টি, যা গত মৌসুমে পুরো লিগে করা ১০ গোলকেও ছাড়িয়ে গেছে। এ মৌসুমে তার চাইতে বেশি গোল রয়েছে শুধু রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের—১৬টি।
ম্যাচ শেষে টরেস বলেন, 'আমি জানতাম এখানে বার্সেলোনায় মূল একাদশে জায়গা করে নেওয়ার মতো সামর্থ্য আমার আছে। এখন আরও বেশি কিছু অর্জন করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের প্রথম দিকের গোলের পর আমাদের দুর্দান্ত প্রত্যাবর্তন।'
এটি টরেসের ক্যারিয়ারের চতুর্থ হ্যাটট্রিক। গত মৌসুমেও বেতিসের বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
২০ বছর বয়সী সুইডিশ উইঙ্গার রুনি বারদগি বার্সায় যোগ দেওয়ার পর মাত্র তৃতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পান এবং সেটি দারুণভাবে কাজে লাগান। তার দুর্দান্ত ড্রিবলিংয়ে সৃষ্ট এক আক্রমণ থেকেই টরেসের লিড নেওয়া গোলটি আসে। এরপর নিজেও বক্সের প্রান্ত থেকে নেওয়া শক্তিশালী শটে ব্যবধান ৩-১ করেন।
এই ম্যাচে বার্সেলোনার হয়ে লেয়ানডোভস্কি ও রাফিনিয়া খেলতেই নামেননি, ফলে তারা সতেজ থাকবেন মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।