লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ AM
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয় © সংগৃহীত

রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিনে জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে গতি ফেরাল বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও আবানকা বালাইদোসে অনুষ্ঠিত ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কির হ্যাটট্রিকে ৪-২ ব্যবধানে জয় পায় কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামে বার্সেলোনা। দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। কিন্তু এক মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে স্বাগতিক সেল্টা ভিগো—ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।

৩৭তম মিনিটে আবারও লিড নেয় বার্সা। দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তবে ৪৩তম মিনিটে প্রথম গোলের সহায়ক ইগলাসিয়াস নিজেই গোল করে ম্যাচে ফেরেন সেল্টা।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের গোলে তৃতীয়বারের মতো লিড নেয় বার্সেলোনা এবং বিরতিতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলে বার্সা। ৭৩তম মিনিটে লেভানডোভস্কি তার হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং দলের চতুর্থ গোলটি করেন, যা নিশ্চিত করে বার্সেলোনার জয়।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে সেল্টা ভিগো।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫