যবিপ্রবিতে পর্দা উঠল এআইএস স্পোর্টস কার্নিভ্যালের

১২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
স্পোর্টস কার্নিভ্যালের উদ্বোধন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

স্পোর্টস কার্নিভ্যালের উদ্বোধন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খেলোয়াড় নিলামসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে এবং এআইএস ক্লাবের সহযোগিতায় পর্দা উঠল ‘এআইএস স্পোর্টস কার্নিভ্যাল ২০২৫’। 

রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এআইএস স্পোর্টস কার্নিভ্যাল ২০২৫-এর উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। হার বা জিত গুরুত্বপূর্ণ নয়, খেলায় অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং এই ধরনের কো- কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের জন্য খুবই দরকারি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রীকভাবে মানসম্পন্ন ও দক্ষ জনশক্তি তৈরিতে এধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ শাহাজুল ইসলাম, ড. মো. মেহেদী হাসান ,সহকারী অধ্যাপক তরুণ সেন , প্রভাষক ফজলুল রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন এআইএস বিভাগের শিক্ষার্থী মো. অলিফ আহমেদ ও অপূর্ব সরকার। 

এআইএস ক্লাবের সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়ামের সার্বিক সহযোগিতায় নিলামে অংশগ্রহণ করে চারটি দল। তারা হলো ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স এবং অডিট অ্যাভেঞ্জারস।

‘এআইএস স্পোর্টস কার্নিভ্যাল ২০২৫’-এর অন্তর্ভুক্ত খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, কার্ড, বল নিক্ষেপ, পেনাল্টি শুট, লুডু ও পিলো পাসিং।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫