যবিপ্রবিতে ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১০ অক্টোবর ২০২৫, ১০:২৯ PM
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ কারাতে সংস্থার (বিকেও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫’। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের কারাতে খেলোয়াড়রা অংশ নেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে দিনব্যাপী ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

বাংলাদেশ কারাতে সংস্থা যশোর জেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্যারাতে সংস্থাকে, যারা আজকের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, এটি হবে আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, পারস্পরিক সম্পর্কের প্রতিক এবং বন্ধুত্বের বন্ধন।’

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. শাহেদুর রহমান, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের কোচ, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫