যবিপ্রবি শিক্ষার্থী তোহা দ্বীপের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ AM
মো. তোহা বিন আছাদ

মো. তোহা বিন আছাদ © টিডিসি ফটো

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডব্লিউ-আই-সি-ই) ২০২৫-এ স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী মো. তোহা বিন আছাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আসরে বিশ্বের ২৫টিরও বেশি দেশের দেড় হাজার প্রতিযোগী বিভিন্ন প্রকল্প নিয়ে অংশ নেন। তোহা, তার সহযাত্রী জাহিদ হাসান জিহাদ ও তাদের দল হেক্সাগার্ড রোভার প্রকল্প নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন।

হেক্সাগার্ড রোভার একটি উদ্ভাবনী রোবোটিক সিস্টেম, যা দুর্যোগকালীন উদ্ধারকাজ, নজরদারি এবং দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটির মূল উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহার করে মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন: ঢাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক একজন, চিঠি ইস্যু হয় আরেকজনের নামে

স্বর্ণপদক জয়ের অনুভূতি জানাতে গিয়ে তোহা দ্বীপ বলেন, ‘স্বর্ণপদক অর্জনের সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে যখন ঘোষণা করা হলো আমরা স্বর্ণপদক পেয়েছি, তখন মনে হয়েছিল এটাই জীবনের অন্যতম গর্বের অর্জন। আমার পরিবার আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিল। শিক্ষকরাও গভীর গর্ব অনুভব করেছেন এবং বলেছেন, এ অর্জন যবিপ্রবির জন্যও একটি সাফল্য।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি পদক নয় বরং বাংলাদেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এই সাফল্য আগামীতে দেশের আরও তরুণকে অনুপ্রাণিত করবে।’

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫