সীমান্তে কোটি টাকার ভারতীয় প্রসাধনী, অবৈধ ওষুধ ও অস্ত্র উদ্ধার

২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ AM
হবিগঞ্জ সীমান্তে ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জ সীমান্তে ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি © টিডিসি

হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় এক কোটি ১৫ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ জব্দ করেছে। এছাড়া একটি গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার এবং রং ফর্সাকারী নিম্নমানের ক্রীমসহ বিপুল পরিমানে অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি পনেরো লাখ টাকার বেশি বলে জানায় বিজিবি।

‎একই দিনে বিকেলের দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফরেস্ট এলাকায় টহল চলাকালে চোরাকারবারীরা ভারত থেকে একটি গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ জিনিস ও অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য তিয়াত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব। চোরাচালান একটি জাতীয় সমস্যা। এ অপরাধ দমনে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, বিজেপির কার্যালয়ে ভাঙচুর
  • ২৯ ডিসেম্বর ২০২৫
পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
২৭২ আসনে মনোনয়ন দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবক আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, প্রতি আসনে আছে বিকল্প প…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
'প্রতিশ্রুতি লঙ্ঘন' করে এনইআইআর চালুর ঘোষণার অভিযোগ ব্যবসায়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫