নিখোঁজের চার দিন পর পুকুর থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ PM
রেশমি

রেশমি © সংগৃহীত

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রেশমি (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেশমি কায়দা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিকেলে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হওয়ার পর রেশমি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সেদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি রেশমির বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫