ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

১৬ নভেম্বর ২০২৫, ০১:৪২ PM
কুমিল্লা কোতয়ালী মডেল থানা

কুমিল্লা কোতয়ালী মডেল থানা © সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৪ নেতাকর্মী আটক করেছে পুলিশ। নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ২৯ জন আটক করা হয়। পরে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি, গ্যাসলাইট উদ্ধার করা হয়।

 আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন। আটককৃত সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী বলে জানাগেছে।

অভিযোগ রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র  ডা. তাহসিন বাহার সূচনা তাদের অর্থায়ন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা,আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই মিছিলের প্রস্তুতি নেয় তারা৷

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে মিছিল করার সময় আটক করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতরাত ও আজ ভোরে নাশকতা করার সময় ৪৪ জনকে আটক করা হয়েছে।

 

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে চাকরি, আবেদন ১০ জানুয়ারি পর্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপি নেত্রী ডা. মিতু যে আসন থেকে নির্বাচন করছেন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউক্রেন আলোচনায় অগ্রগতি, তবে এখনো কিছু জটিল ইস্যু আছে, বললে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হাদির আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৪ জানুয়ারি পর্যন্ত
  • ২৯ ডিসেম্বর ২০২৫