আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে তিতুমীর কলেজে  ছাত্রশিবিরের বিক্ষোভ

১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৩ PM
ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আমতলী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের মূল ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মুনতাসির আনসারিসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তাদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, ‘ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘আলু না গণভোট, গণভোট গণভোট’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছে, তার বিচার এখনো হয়নি। দিনের ভোট রাতের অন্ধকারে হয়েছে, তারও বিচার এখনো হয়নি। যেসব ভাই গুমের শিকার হয়েছেন, তারা এখনো বাড়ি ফেরেননি। জুলাইয়ে যে ভাইয়েরা রক্ত দিয়েছে রাস্তায়, তাদের রক্তের দাগ এখনো লেগে আছে।

তিনি বলেন, এই রক্তের দাগ শুকানোর আগেই তারা আবার নাশকতা শুরু করেছে। আমরা এই নাশকতা রুখে দেব। যেখানে লীগকে পাব, তাদের জন্ম থেকে যত অপকর্ম করেছে, সেসবের হিসাব আজই চুকিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি ও পুলিশ দিয়ে হামলার দায় আজ বুঝিয়ে দেওয়া হবে। আজ মুজিববাদের কফিনে শেষ পেরেকটি গাঁথা হবে।

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫