দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ছাত্রলীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৪ নভেম্বর ২০২৫, ১২:১১ PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন আমতলী থানা পুলিশ।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন আমতলী থানা পুলিশ। © টিডিসি

বরগুনার আমতলী উপজেলায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান রাসেল (২৯), গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ সদস্য মো. তন্ময় গাজি (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি (৩৩) এবং সাবেক ছাত্রলীগ কর্মী মো. ছগির মল্লিক (২৩)।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকায় পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। 

স্থানীয়রা জানান, রাতের নীরবতার মধ্যে কে বা কারা বাসটির পাশে এসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘আগুন নেভানোর কাজ দ্রুত শেষ করা গেলেও বাসটির ৭০ থেকে ৮০ শতাংশ অংশই পুড়ে গেছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

আমতলি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫