ঢাবির পাঁচ গেটে তালা দেওয়ার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বহিষ্কার

১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৩ PM
পাঁচ গেইটে তালা

পাঁচ গেইটে তালা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন এলাকার পাঁচটি প্রবেশদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ঐ পাঁচটি প্রবেশদ্বারের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

সাময়িক বহিষ্কার করা নিরাপত্তা প্রহরীরা হলেন: শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম, চারুকলা অনুষদের মাঝের গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম, কার্জন হলের পিছনের গেটের মো. আলী আহমেদ। তাদেরকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তালা দেয়। ঘটনার প্রেক্ষিতে ১২ নভেম্বর ঐ পাঁচটি প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আর যারা ঐ প্রবেশদ্বারে তালা লাগিয়েছিল তাদেরকে খুঁজা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।‘

 

২৭২ আসনে মনোনয়ন দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবক আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, প্রতি আসনে আছে বিকল্প প…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
'প্রতিশ্রুতি লঙ্ঘন' করে এনইআইআর চালুর ঘোষণার অভিযোগ ব্যবসায়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এবার ধলা হুজুরকে আসন ছেড়ে যা বললেন জামায়াত প্রার্থী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমিরকে বহিষ্কার
  • ২৯ ডিসেম্বর ২০২৫