পাবনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৩১ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৪:৪৫ PM
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি © টিডিসি

পাবনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২-এর সদস্যরা। শুক্রবার (৩০ মে) রাতে অভিযান চালিয়ে ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের মেন্দা কুটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার সদরের উত্তর সাপটানা গ্রামের রফিকুল ইসলাম ছেলে রায়হান ইসলাম (২২) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আগদিঘল উত্তর পাড়ার মো. হামিদ সরকারের ছেলে মো. হৃদয় সরকার (২৫)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ভাঙ্গুড়া পৌর সদরের মেন্দা কুটিপাড়া মৃত বাচ্চুর ছেলে নয়নের বাড়ি থেকে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তারা অভিনব কায়দায় চানাচুর ও চিড়া ভাজা ড্রামের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ২ হাজার ৭৯০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: জুনের দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক কারবারি স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া একটি মামলা করা হয়েছে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫