মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম

১১ মে ২০২৫, ০২:০০ AM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:০০ AM
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী © টিডিসি ফটো

পিরোজপুরের সদর উপজেলার পৌরসভায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল নোমান গাজী নামে এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তবে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে জানা যায়।

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। তিনি সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে। অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : যে কারণে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী বলেন, কয়েক মাস আগে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমানসহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় বলেন, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুরি হয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মারুফের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫