দায়িত্ব নিয়েই চট্টগ্রাম রয়্যালসে কোচ ও টিম ডিরেক্টর নিয়োগ দিল বিসিবি

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © ফাইল ছবি

মাঠের লড়াই শুরুর আর মাত্র একদিন বাকি। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেই বড় ধরনের ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছে। 

এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম দলের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে অনেকটা আকস্মিকভাবেই বিসিবির কাছে নিজেদের অপারগতার কথা জানায় চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ।

বিসিবি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম দলকে পরিচালনা করা হবে। প্রয়োজনে বোর্ডের অধীনে একটি বিশেষ কমিটি গঠন করে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম তদারকি করা হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে নতুন মালিক খোঁজার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমেছে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড।

আরও পড়ুন: থাকছে না চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নেওয়ার জন্য বিসিবিকে চিঠি

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এক নজরে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।

ময়মনসিংহের ১১ আসনের ৯ টিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস দখল করে বসবাসের অভিযোগ মাদ্রাসা সুপা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আর শোনা যাবে না আবু ওবায়দার ভাষণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নয়াপল্টনে সাড়ে তিনঘন্টা অফিস করে মাকে দেখতে এভারকেয়ারে তারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫