বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ PM
ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা

ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা © সংগৃহীত

নেপালে টানা তিনদিন রাজনৈতিক অস্থিরতায় মধ্যে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট, যেখানে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের সঙ্গে নেপালে অবস্থান করা সাংবাদিকরাও দেশে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবাহিনী তাদের ফেসবুকে লিখেছে, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’

এর আগে, নেপালে ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলনে হোটেলে আটকা পড়েন ফুটবলাররা। এজন্য ৯ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচও খেলা হয়নি। শেষমেশ বাতিল হয় ম্যাচটি। 

এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করানো হয়।

এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ফেসবুকে জানিয়েছিলেন, ‘আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশ্যে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।'

এর আগে, গত ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলন ও  সহিংসতার কারণে বাতিল হয় ম্যাচটি।

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
৪৮তম বিসিএসের গেজেট কবে, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত পোস্ট ডাকসু নেতার, নেটিজে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫