হামজার দৃষ্টিনন্দন গোলের পরও স্বপ্নভঙ্গ লেস্টার সিটির

১৪ আগস্ট ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

নতুন মৌসুমে হামজা চৌধুরীর শুরুটা দুর্দান্ত হতে পারত। চমকপ্রদ এক গোলের দেখাও পেয়েছিলেন, তার পায়ের জাদুতে লিডও পেয়েছিল দল। তবে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের দল হাডার্সফিল্ডের বিপক্ষে শেষমেশ হেরেই বসল লেস্টার সিটি। দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় হামজার দল। এতে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে লেস্টার।

বুধবার (১৩ আগস্ট) রাতে আকু স্টেডিয়ামে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছেড়েছিল দল দুটি। তবে বিরতি থেকে ফেরার পর ৫৪তম মিনিটে হামজার দুর্দান্ত বাঁ-পায়ের শটে লিড নেয় তারা। ডি-বক্সের বাইরে থেকে পাস দেওয়ার পর ফিরতি পাসে ৪–৫ জন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পেশাদার ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গোল। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছিলেন হামজা।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে সমতায় ফেরে হাডার্সফিল্ড। তবে মাত্র ৩ মিনিট পরই হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার। সেটিও বেশিক্ষণ টিকেনি। ৭৬তম মিনিটে বাঁ-প্রান্ত থেকে আক্রমণে গোল শোধ করেন ক্যামেরন আশিয়া।

গেল মৌসুমে রেলিগেশনে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টারের জন্য কারাবাও কাপ থেকেও থেকে ছিটকে পড়া নিশ্চিতভাবে হতাশার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে ম্যাচে শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনের মুখোমুখি হবে হামজার দল।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫