গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ PM
গ্রেপ্তার আসামি

গ্রেপ্তার আসামি © সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বাশির (৪৫) নামের একটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ।

গ্রেপ্তার বাশির বাসন থানার হক মার্কেট এলাকার মৃত ইমু মিয়ার ছেলে।

ওসি মো. হারুন অর রশিদ জানান, বাশিরের সঙ্গে একই এলাকার শরিফুল ইসলাম শরিফের (৩৮) জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হক মার্কেট এলাকায় শরিফুলকে একা পেয়ে মারধর করে ধাক্কা দিয়ে একটি কাভার্ডভ্যানের নিচে ফেলে দেয় বাশির।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে স্বজনরা ৯ ফেব্রুয়ারি তাকে বাসায় নিয়ে আসেন। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার বাসন থানায় একটি হত্যা মামলা করে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার সন্ধ্যায় বাসন থানাধীন লাঠিভাঙ্গা প্রাইমারি স্কুলের সামনের খেলার মাঠ এলাকা থেকে বাশিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫