কায়কোবাদ মো. আব্দুল আহাদ © সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কায়কোবাদ মো. আব্দুল আহাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এনসিপি নেতা কায়কোবাদ মো. আব্দুল আহাদ বিদ্যুৎ আইনের একটি মামলার পরোয়ানভুক্ত আসামি। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের বাসিন্দা। জন্মসূত্রে তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, কায়কোবাদ মো. আব্দুল আহাদ ছিলেন বিদ্যুৎ আইন-১৯১০ এর ৩৯ নং ধারার উপ-ধারা (ক) মোতাবেক একজন পরোয়ানভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।