চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী © সংগৃহীত

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসদরের হানিফ বাস কাউন্টার এলাকা থেকে পিকআপসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. বোরহান উদ্দিন (৩০) চাঁদপুর জেলার কচুয়া থানার সফিবাদ গ্রামের বাসিন্দা মৃত মো. খলিলুল রহমানের ছেলে। বর্তমানে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদের পানওয়ালাপাড়া এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, জোরারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ কাজী নাজুমল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি পিকআপযোগে ইয়াবা বহনকালে মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫