জিনাত হুদার বিভাগে ফেরাকে কেন্দ্র করে বিক্ষোভ; কক্ষে তালা দিল শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা
বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনাত হুদার বিশ্ববিদ্যালয়ে ফেরাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে নিজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার রুমে তালা দেন। 

বুধবার (২০ মার্চ) দুপুর দেড়টায় একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা সমাজবিজ্ঞানের ছয় শিক্ষককে বিভাগে ফেরানো ঠেকাতে বিভাগের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে ওই শিক্ষককের রুমে তালা দেওয়া হয়। পরে মিছিল শিক্ষার্থীরা প্রক্টর অফিসে ওই তালার চাবি জমা দেয়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যারা জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে না দাড়িয়ে সরকারের পক্ষে ইনিয়ে-বিনিয়ে সাফাই গেয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আওয়ামী স্বৈরাচারের কোন দোসরকে আমরা আর আমাদের বিভাগে দেখতে চাই না। তারা আমাদের বিভাগকে কলঙ্কিত করেছে। আজকে তারা জিনাত হুদাকে বিভাগে ফিরিয়ে আনছে, কালকে আনবে অন্যদের। অথচ এসব শিক্ষকরা শত শত শিক্ষার্থীর জীবন ধ্বংসের কারিগর। 

বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাজিদ বলেন, নানা অযুহাতে আওয়ামী সুবিধাভোগী দালালদের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার পায়তারা করছে প্রশাসন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সমাজবিজ্ঞানে স্বৈরাচারের সাঙ্গোপাঙ্গদের পা আমরা পড়তে দিব না। আমরা চাই না আমাদের মতো আর আমাদের কোন ছোট ভাই জুনিয়ররা এসব শিক্ষকের হিংস্রতার শিকার হোক। 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অধ্যাপক জিনাত হুদাসহ সমাজবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষককে সকল প্রকার বিভাগীয় ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ নিয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট আসার আগে এসব শিক্ষক বিভাগে আসতে পারবেন না এবং কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

তবে সম্প্রতি গত ১১ মার্চ অধ্যাপক জিনাত হুদা নিজ বিভাগ সমাজবিজ্ঞানে উপস্থিত হয়ে তার কক্ষে অবস্থান করেন এবং পিএইচডি শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। এ নিয়ে গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি প্রতিবাদ লিপি জমা দেয় বিভাগের শিক্ষার্থীরা। 

সর্বশেষ গত ২০ মার্চ বিক্ষোভ মিছিল করে অধ্যাপক ড. জিনাত হুদার কক্ষে তালা জুলিয়ে দেয় নিজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বিভাগে সুস্থ ও নিরপেক্ষ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।


সর্বশেষ সংবাদ