চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ অনুষদে নতুন ডিন নিয়োগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বর্তমান ডিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ অনুষদে অন্তর্বর্তী ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অথবা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগকৃতরা ডিনের দায়িত্ব পালন করবেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ দায়িত্বপালন করবেন এসব শিক্ষক।   

দায়িত্ব পেলেন যারা- কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির ও সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার। 

এছাড়াও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী ও  মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  


সর্বশেষ সংবাদ