ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  © টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের  বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের টয়লেট ও ডাস্টবিনে দখলদার ইসরাইলের পতাকা সেঁটে দিয়ে এই প্রতিবাদ করেন তারা।

ওই তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিব সুনাম,রোজাইন রাফি, সিয়াম হাসান।

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেল স্টেশন ও শহীদ মিনার ঘুরে দেখা যাই  বিভিন্ন জায়গার টয়লেটের দেয়াল ও ডাস্টবিনের গায়ে সেঁটে দেওয়া হয়েছে ইসরাইলের পতাকা। পতাকার বাম পাশে বাংলা বোল্ড অক্ষরে লেখা ‘এখানে ময়লা ফেলুন’।

এ বিষয়ে লাবিব সুনাম বলেন, দখলদার ইসরাইলিরা দীর্ঘদিন ধরেই নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরভাবে আগ্রাসন চালাচ্ছে। তারা নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করে বর্বরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে অনেক আগেই। তাই আমর প্রতিবাদস্বরূপ এ অভিনব পন্থাটি বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, ইসরাইলি যেসব পণ্য আছে, সেগুলো আমরা বয়কটের ব্যাপারে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে কর্মসূচি গ্রহণ করব। ইসরাইলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে এটা হবে আমাদের প্রয়াস।


সর্বশেষ সংবাদ