ঢাবির হলে হলে ফিলিস্তিনের পতাকা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিভিন্ন হল ও অনুষদের ভবনে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়। ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদসহ গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।
ছাত্রশিবিরের পূর্ব ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টিএসসিতে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একে একে বিভিন্ন হল ও অনুষদের ভবনেও উত্তোলন করা হয়েছে।
আরো পড়ুন: চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে দেখা গেছে।
শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ফিলিস্তিনের পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে একটি জাতির সঙ্গে আরেকটি জাতির মেলবন্ধনের বহিঃপ্রকাশ উপস্থাপন করা হয়েছে। এটা একটা জাতীয় ইস্যু, যে কেউ করতে পারে।