জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাব সংলগ্ন ভিসি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার বাসিন্দা৷ মৃত শিশুর একজন জাবি প্রকৌশল অফিসের ইলেক্টেশিয়ান জাকির হোসেনের ছেলে মো. রায়হান (৮) এবং অন্যজন পান বিক্রেতা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৭)। তারা দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী৷

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিশু দুটি দুপুরের দিকে পুকুরে গোসল করতে নামে। পরে ডুবে গেলে শিক্ষার্থীদের কেউ একজন দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে শিশু দুটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘বেলা ৩টার একটু আগে দুই শিশুকে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। পথিমধ্যেই তাদের মৃত্যু হয়।’

মৃত শিশু রায়হানের চাচা মো.কামাল হোসেন জানান, রায়হান সকালে ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে তারা ফুটবল খেলা শেষ বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়। এরপর তাদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে৷

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দুপুরের দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ৬-৭ জন কিশোর গোসল করতে নামে। একটু পরে দুজন শিশুকে খুঁজে না পেয়ে সাভার ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে শিশুদের উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই শিশুদের পুকুর থেকে সরিয়ে দিয়ে থাকি। কিন্তু ভর্তি পরীক্ষা চলার ফলে কখন যে শিশু দুটি চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে তা বুঝতে পারি নি। এজন্য আমাদের সবার সচেতনতা দরকার।


সর্বশেষ সংবাদ