‘বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার না দিলে উপাচার্য হতে পারতাম না’

শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধা নিবেদন   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম মন্তব্য করেছেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ উপহার না দিলে আমি হয়তো উপাচার্য হতে পারতাম না।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে সেখানে রাখা শোক-বইয়েও মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের অসামান্য অবদানের প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করতে বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে এখানে আসা। আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সহ আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

আরও পড়ুন : বড় হতে ঢাবি-বুয়েট-মেডিকেলে পড়তে হবে— লিখিত আইন নেই

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ও গাণিতিক অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফরিদ আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, হলসমূহের প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক,  প্রক্টর ও প্রক্টরিয়াল টিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ