ড্রোন শোতে শহীদ ওয়াসিম নেই, ছাত্রদল সাধারণ সম্পাদকের ক্ষোভ

নাছির উদ্দীন নাছির
নাছির উদ্দীন নাছির  © টিডিসি ফটো

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ সোমবার রাতে সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য অধিদফতরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বিশেষ ড্রোন শো। কর্মসূচিটি জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে আয়োজন করা হলেও, এতে শুধুমাত্র শহিদ আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করা হয়। অথচ একই দিনে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নাম উচ্চারিত হয়নি বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ সোমবার (১৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করতে আজ সরকারি উদ্যোগে ড্রোন শো আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হলেও, একইসঙ্গে শহিদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নাম উল্লেখ করা হয়নি।”

পোস্টে আরও বলা হয়, “কিছুদিন আগে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ তাদের আত্মপ্রকাশ কর্মসূচিতে ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা দাবি করেছে, সব শহিদ ও অংশগ্রহণকারীদের ধারণ করবে, অথচ ওয়াসিম আকরামকে সচেতনভাবে উপেক্ষা করেছে। একটি রাজনৈতিক দল হিসেবে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এর আগে সরকার পাঠ্যপুস্তক থেকেও শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছে। এটা স্পষ্ট, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াসিম আকরামের আত্মত্যাগকে এড়িয়ে যেতে চায়।”

ছাত্রদল নেতা নাছির আরও বলেন, “ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। তিনি একজন রাজপথের রাজনৈতিক কর্মী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নিবেদিত ছাত্রনেতা ছিলেন।”

পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাছির বলেন, “এই সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। বিরাজনীতিকরণের এক সুস্পষ্ট চক্রান্তের অংশ হিসেবে তারা শহিদ ওয়াসিম আকরামের মতো নেতৃত্বকে উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করছে। তবে আমরা এতে বিচলিত নই। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণ-অভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন দেশের মানুষের মনে গণতান্ত্রিক চেতনা থাকবে, ততদিন শহিদ ওয়াসিম আকরাম অমর হয়ে থাকবেন।”


সর্বশেষ সংবাদ