কুবি ছাত্রলীগ সভাপতির কাছে নিরুপায় ম্যাজিস্ট্রেট!

কুবি ছাত্রলীগ সভাপতি সবুজ
কুবি ছাত্রলীগ সভাপতি সবুজ  © টিডিসি ফটো

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে অনিয়মের খবর পেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজকে আটক করতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক পর্যায়ে নিরুপায় হয়ে ফিরে আসতে হয় তাকে।

জানা যায়, ওই ছাত্রলীগ নেতা ইলিয়াস টাকাসহ শালবন বৌদ্ধ বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবির ফোর্স নিয়ে সেখানে যান। 

বিশ্ববিদ্যালয়ের তিন হল লাগোয়া ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইলিয়াসকে আটক করার চেষ্টা করা হয়, সে সময় বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগের নেতা-কর্মীরা দায়িত্ব পালনে বাধা দেয়। এক পর্যায়ে নিরুপায় হয়ে চলে যান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৫ জুন) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘বিছানা ভাগাভাগি করে থাক, না হয় হল ছাড়’

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকা অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বশিরুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনিনি। বিস্তারিত খবর নিচ্ছি।


সর্বশেষ সংবাদ