২১ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা

ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা
ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ফিলিস্তিনের প্রতি সমর্থনে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের জনগণ। এবার গণহত্যা বন্ধে 'মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছেন দেশের বিক্ষুব্ধ জনতা। আর এ কর্মসূচিতে অংশ নিতে ২১ ফুট লম্বা ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে রওনা হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) বেলা তিনটা থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। 

এসময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


সর্বশেষ সংবাদ