কবি নজরুল কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ PM

কবি নজরুল সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম ফরাজী আর সদস্যসচিব করা হয়েছে তানভির আহমেদ চৌধুরীকে। ১১৭ সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির কথা জানানো হয়।
কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন মশিউর রহমান আবেদ এবং মুখপাত্র হিসেবে আছেন আমিনুল ইসলাম।
আরও পড়ুন: ৬ মাস পর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হাসান
কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা একত্র হয়ে ন্যায়বিচার ও সাম্যের দাবিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে, সমাজের সব স্তরে ন্যায়বিচার ও সমতার নিশ্চয়তা না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
কমিটির আহ্বায়ক নাঈম ফরাজী বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে। বৈষম্যহীন দেশ গড়ার জন্য আমরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাব।’
সদস্যসচিব তানভির আহমেদ চৌধুরী বলেন, ‘শিক্ষাঙ্গনে ও সমাজে বিদ্যমান সব বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপসহীন থাকব।’
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখুন
এই কমিটি আগামী দিনে ছাত্রদের স্বার্থ সংরক্ষণে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এটি শুধু একটি কলেজভিত্তিক কমিটি নয়, বরং এটি সামগ্রিকভাবে সমাজ পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসার একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন এই কমিটির নেতারা।