শেকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা 

মো. আসাদুল্লাহ এবং মো. আল রাকিব
মো. আসাদুল্লাহ এবং মো. আল রাকিব  © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুল্লাহকে আহ্বায়ক এবং একই অনুষদের ৭৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল রাকিবকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন কাজি নাফিস সোয়াদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আকিব আল আজাদ। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. আনাছ বিন সোলাইমান এবং মুখপাত্র হিসেবে রয়েছেন মাহমুদ ইয়াসমিন মালা ।  

নবগঠিত কমিটির আহ্বায়ক মো আসাদুল্লাহ বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্বপূর্ণ এ জায়গা থেকে আরও এক ধাপ এগিয়ে নিতে। এ কমিটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল, তা প্রতিষ্ঠায় আমরা কাজ করব।’ 


সর্বশেষ সংবাদ