‘শয়তানের সন্ধানে’র ৩য় দিনে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ PM

অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যকলাপ দমনে পরিচালিত অপারেশন ডেভিল হান্টের ৩য় দিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা (৩৪) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাজিরপাড়া ও কুড়িপাড়া এলাকার একটি বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নুর আলম ভূঁইয়া রাজা ফেনী জেলা সদরের বাসিন্দা এবং প্রয়াত নুরুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর নুর আলম ভূঁইয়া রাজাকে তিন মাসের জন্য ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে মনোনীত করে কমিটি অনুমোদন দিয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।