‘অপারেশন ডেভিল হান্টে’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. আবু রায়হান (৩০) পাইথল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ডোবাইল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘গ্রেপ্তারকৃত মো. আবু রায়হান নিষিদ্ধ ঘোষিত পাইথল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’