ঢাকা বিশ্ববিদ্যালয়
জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলা: সত্যানুসন্ধান কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিনক্ষণ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ PM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের শনাক্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও ঢাবির স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ জানিয়েছেন, সত্যানুন্ধান কমিটি আশা করছে ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে। ধৈর্য ও সহযোগিতার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছেন ।
‘‘সত্যানুসন্ধান কমিটির নিকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আক্রান্ত, আহত এবং প্রত্যক্ষদর্শীরা অনেক অভিযোগ প্রেরণ করেছেন এবং সেসব অভিযোগের সমর্থনে ভিডিও, ছবি এবং প্রিন্ট ও সোশাল মিডিয়ার কন্টেন্ট প্রেরণ করেছেন যা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।’’
বিবৃতিতে বলা হয়, সত্যানুসন্ধান কমিটি নিজ উদ্যোগেও বিভিন্ন দেশি-বিদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া সত্যানুসন্ধান কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েকটি এলাকায় ভাগ করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও গ্রহণ করেছে।
‘‘প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে সত্যানুসন্ধান কমিটি সহিংস ঘটনায় জড়িতদের অনেককে চিহ্নিত করতে পেরেছে। বর্তমানে সত্যানুসন্ধান কমিটি চিহ্নিতদের পরিচয় নিশ্চিত করার কাজ সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছে।’’
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ ঘটনা খতিয়ে দেখতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটিকে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও প্রায় চার মাস পর সেটি জমা দেওয়া হচ্ছে।