ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

 ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঢল
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঢল  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সংগঠনটির নেতাকর্মীদের ঢল নেমেছে।

আজ বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে ঢাকা মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যানে জড়ো হতে শুরু করেন।

এ সময় নেতাকর্মীরা 'শুভ শুভ শুভদিন, ছাত্রদলের জন্মদিন',  'লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়', 'বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান,' 'স্বাধীনতার ঘোষক জিয়া লও লও, লও সালাম সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।

এদিন, দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। 

এরপর দুপুর ২টায় একই স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ