কুবি শিবিরের নতুন কমিটি, আগের সভাপতি-সেক্রেটারিই ফের নেতৃত্বে
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন হয়নি। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাফেজ ইউসুফ ইসলাহী। আর সেক্রেটারি হিসেবে দায়িত্বে বহাল আছেন হাফেজ শেখ মাজহারুল ইসলাম।
শুক্রবার (৪ জানুয়ারি) রাতে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতিসহ অন্য নেতাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই দিনে কুমিল্লা মহানগর এবং চাঁদপুর শহর শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সম্পাদক আরমান
কুমিল্লা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসান আহমেদ। আর সেক্রেটারি হয়েছেন নাজমুল হাসান পঞ্চায়েত। তবে চাঁদপুর শহর শাখার নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম এখনো জানা যায়নি।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন নেতারা।