নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অজ্ঞাত স্থানে ঝটিকা মিছিল
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:০১ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ AM
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুখ ঢেকে অজ্ঞাত স্থান থেকে ঝটিকা মিছিল করেছে ফেনী জেলা ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নানা কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে করা এক মিছিলে ১০ থেকে ১৫ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এ দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করিনা মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন নানা স্লোগান দেন তারা।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে।
এ বিষয়ে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।