রাবি শিক্ষার্থীদের পাঠদান করবেন ইরানি অধ্যাপক

রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি
রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি   © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের ড. এসমায়েল সাদেঘি। রবিবার (৫ জানুয়ারি) এক বছরের জন্য যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যোগদানকালে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন অধ্যাপক ড. এসমায়েল সাদেঘি। মতবিনিময়কালে তিনি রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। উপাচার্য এজন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি স্মারক উপহার দেন।

আরো পড়ুন: সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের অবস্থান: পুলিশের বাধা

এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  মোহা. ফরিদ উদ্দীন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন অধ্যাপক ড. এসমায়েল সাদেঘি।


সর্বশেষ সংবাদ