শীত নিয়ে ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫২ AM
টানা কয়েক দিনের হাড় কাঁপানো শীতের পর শনিবার (৪ জানুয়ারি) রাজধানীসহ দেশের বেশ কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছিল। কুয়াশা ও মেঘাচ্ছন্ন কম থাকায় শীতের অনুভূতি ছিল কম। কিন্তু চলতি সপ্তাহে টানা দুই দিন বৃষ্টির আভাস রয়েছে। এতে তাপমাত্রা কমে ফের তীব্রতা বাড়তে পারে শীতের। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থেকে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।
আবুল কালাম মল্লিক জানান, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এরপর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় তীব্র শীত অনুভূত হতে পারে। তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের অবস্থান, পুলিশের বাধা
তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।