ছাত্রসংসদ নিয়ে রোডম্যাপ নেই, অধরাই থাকবে নেতৃত্ব তৈরির স্বপ্ন?
- তাওসিফুল ইসলাম
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ PM
ঐতিহাসিক ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় ছাত্রসংসদ নির্বাচন। কেননা তরুণদের রাজনীতিমুখী করতে ও তরুণ নেতৃত্ব তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ চালুর বিকল্প নেই। তবে নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রসংসদ পুনঃপ্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। সফল গণঅভ্যুত্থানের ৪ মাস পেরিয়ে গেলেও ছাত্রসংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত কোনো রোডম্যাপ নেই। এ অবস্থায় অনেকে প্রশ্ন তুলছে, অধরাই থাকবে নেতৃত্ব তৈরির স্বপ্ন?
রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ঘোষিত ৯ দফা দাবির একটি ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্রসংসদ চালু করা। বিশ্ববিদ্যালয়গুলোয় দলীয় লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ এবং ছাত্রসংসদগুলো চালুর পুরোনো দাবিটি জোরেসোরে উচ্চারিত হচ্ছে এখন। তবে দাবি বাস্তবায়নের জন্য তেমন কোনো প্রস্তুতি দেখা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে, ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের জন্য তারা এখনো চূড়ান্ত কোনো রোডম্যাপ প্রস্তুত করেনি।
শিক্ষার্থীদের দাবি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগের ঘাটতি রয়েছে, যা তরুণ সমাজের মধ্যে হতাশার সৃষ্টি করছে। নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক লেজুড়বৃত্তি দূর করার যে স্বপ্ন শিক্ষার্থীরা দেখেছিল, তা অনিশ্চয়তায় আবৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ' নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্বনাম পরিবর্তন করে বর্তমান নাম 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ' গ্রহণ করা হয়। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়।
দীর্ঘ ২৯ বছর পর ১১ই মার্চ ২০১৯ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন হয়। এই নির্বাচনে নুরুল হক নুর সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিজয়ী হয়েছেন। এছাড়াও একমাত্র ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদ ছাড়া মোট ২৫ টি পদের মধ্যে ২৩ টি পদেই বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্রার্থীগণ বিজয়ী হন।
ঢাবি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্ররাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। এ ব্যাপারে ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে।
তিনি বলেন, এই কমিটিতে সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন। শিক্ষাবিদরা আছেন। আইন বিশেষজ্ঞরা আছেন। উনারা বিভিন্ন পক্ষের সাথে বসবে। বসে আলাপ-আলোচনা করে আমাদেরকে জানাবে। তার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। সে প্রক্রিয়া শুরু হয়েছে।
কবে নাগাদ ডাকসু নির্বাচনের পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি বলেন, এরকম সময় টার্গেট এই মুহূর্তে নেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
১৯৬২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইউকসু) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ২১ বার কমিটি হয়েছে। সর্বশেষ ইউকসু নির্বাচন হয় ২০০১ সালে। সে সময় গোলাম মোর্শেদ লায়ন ভিপি ও হাসিব মোস্তাবসির জিএস নির্বাচিত হয়।
তবে ছাত্রসংসদ নির্বাচন চালু করলে পুনরায় ছাত্ররাজনীতি ফেরার আশঙ্কা থাকায় ইউকসু নির্বাচন চান না বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, বুয়েটে এখনো ছাত্রসংসদ চালুর পরিকল্পনা নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৯৭২ সালে প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ৮ বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে মাসুদ হাসান তালুকদার এবং শামসুল তাবরীজ যথাক্রমে ভিপি ও জিএস নির্বাচিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে জাবির এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানান, জাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের এখনো কার্যত কোনো পরিকল্পনা এবং পদক্ষেপ নেই। তিনি বলেন, আমি চাই জাকসু নির্বাচন হোক। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকুক। তারা শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর প্রথম কেবিনেট নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে। সেই থেকে আজ পর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে ছাত্র-ছাত্রীদের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার প্রাণ কেন্দ্রটি।
চাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে প্রো-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের চিন্তাভাবনা আমাদের আছে। ইতোমধ্যে এই সংক্রান্ত একটা কমিটি করার কথা হয়েছে। দীর্ঘদিন নির্বাচন বন্ধ থাকার কারণে স্থবিরতা ভাঙতে একটু সময় লাগছে।
চাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এজেন্ডার মধ্যে ‘টপ প্রায়োরিটিতে’ আছে বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের পর থেকে সংগঠনটির কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছাত্রসংসদ নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে আছে এই বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামত নিয়েছি। এখন সে মতামত এবং অর্ডিনেন্সকে সামনে রেখে একটা ফ্রেমওয়ার্ক সাজানোর চেষ্টা করছি। আমরা আশা করছি শীঘ্রই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থী প্রতিনিধি বাছাই হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয় প্রতিষ্ঠানটি। তখন বিশ্ববিদ্যালয় আইনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) সম্পর্কে কোনো ধারা বা উপধারা ছিল না। ফলে জকসু গঠনতন্ত্র প্রণয়নের জন্য আইন সংশোধন করতে কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের ৫ বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় বারবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জকসুর নীতিমালাটা প্রণীত হচ্ছে। নীতিমালা প্রণয়নের কাজ একেবারে শেষ পর্যায়ে আছে। এটা আইনগতভাবে গৃহীত হলে আমরা নির্বাচন দিয়ে দেওয়ার চেষ্টা করব।
সরকারের ভাবনা
এর আগে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রদের তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আশা প্রকাশ করেছেন, জাতীয় নির্বাচনের আগেই ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হবে। তবে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে নীরব থাকার কারণে ছাত্ররাজনীতির সংস্কার দাবির গুরুত্ব কমে যাচ্ছে। নাহিদ ইসলাম মনে করেন, ছাত্রদের দাবি উপেক্ষা করা ভবিষ্যতে দেশকে নেতিবাচক প্রভাবের দিকে ঠেলে দিতে পারে।
ছাত্রনেতাদের ভাবনা ও দাবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস খুব ‘জরুরি ভিত্তিতে’ কিংবা ‘অনেক দেরিতে’ ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নন।
তিনি বলেন, সদ্যগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা বাংলাদেশই যেন ট্রমাটাইজড হয়ে আছে। দীর্ঘদিন ফ্যাসিবাদের প্রভাবে পুলিশ বাহিনীসহ প্রশাসনের সকল কাঠামো প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। ছাত্রলীগের রোষানলে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী নতুন করে হলে উঠছে।
তিনি আরো বলেন, ছাত্রদলসহ ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনসমূহ অনেক বছর পরে মুক্তভাবে ক্যাম্পাসে সহাবস্থান করতে পারছে। এই অবস্থায় খুব জরুরিভিত্তিতে বা খুব দেরিতে ডাকসু নির্বাচনের মানে হতে পারে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ প্রকাশ করা যাতে করে মোটাদাগে এসকল ভয়ংকর ট্রমা কাটিয়ে উঠবার পরে শিক্ষার্থীরা সুন্দর মনমানসিকতা নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
ইসলামি ছাত্রশিবিরের ঢাবি সভাপতি আবু সাদিক কায়েম বলেন, আমরা চাই দ্রুততম সময়ে ছাত্রসংসদ চালু হোক এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটুক। এটি শিক্ষার্থীরাও চায়।
ডাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে বলেও জানান এই ছাত্রনেতা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগ্রহী নির্বাচন দেওয়ার জন্য।
বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৩৬ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। যে একদফায় স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে,"ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত"। এই ফ্যাসিবাদী ব্যবস্থা শুধু রাষ্ট্রে নয়,ক্যাম্পাসেও সরকারি ছাত্রসংগঠনের দ্বারা বিরাজমান ছিল।
তিনি আরো বলেন, এজন্য ছয়টি দফার উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রপক্ষ কর্মসূচি পরিচালনা করে আসছে। তন্মধ্যে অন্যতম একটি দফা হলো, ক্যাম্পাসে ছাত্রসংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করতে হবে। এতে করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মুক্তভাবে রাজনৈতিক চর্চা করতে পারবে, কোন একক রাজনৈতিক দলের আধিপত্য থাকবেনা। কোন দলীয় প্রভাবের বলয় থেকে ক্যাম্পাসকে মুক্ত রাখতে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই। কিন্তু অবশ্যই এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশ ছাত্রপক্ষ অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্রসংসদ ভিত্তিক ছাত্ররাজনীতি চালু করার দাবি জানায়। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।
বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ৫ বছর পর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র নিশ্চিত করা যায়না৷ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে, এমনকি সাংবাদিকদের বিভিন্ন ফোরামেও নিয়মিত ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের পাটাতন তৈরিতে জরুরি। কিন্তু দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের ৪ মাস পার হয়ে গেলেও ছাত্রসংসদ নির্বাচনের জন্য কোনো প্রতিষ্ঠানে কার্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছেনা৷ উদ্যোগ না নেওয়াটা প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাড়াহুড়ো করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নন।
নাছির বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠন স্বাভাবিক ধারায় রাজনীতি করতে সক্ষম হয়নি। এই সময়কালে শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনগুলোর দূরত্ব বেড়েছে এবং তারা সংগঠনগুলোর আদর্শ, কার্যক্রম ও পার্থক্য বুঝতে পারেনি। সংগঠনগুলোর মধ্যে গুণগত ও আদর্শিক পার্থক্য উপলব্ধি করার জন্য শিক্ষার্থীদের সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হলে তা অর্থবহ হবে না।