পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ সীমান্তে যুবক আটক

সীমান্তে বিজিবির কাছে যুবক আটক
সীমান্তে বিজিবির কাছে যুবক আটক  © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় লিমন সিমসাং (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।  

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী এই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।  

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, জব্দ করা শাড়ি ও পিকআপসহ আটক লিমনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  


সর্বশেষ সংবাদ