তিতুমীর কলেজ ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

  © সংগৃহীত

তিতুমীর কলেজের বিভিন্ন নিরাপত্তা কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য এর  নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নৈশপ্রহরী, নিরাপত্তা কর্মকর্তদের শীতবস্ত্র প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের এমন কার্যক্রমকে প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বলেন, ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের পদচারণা হোক এবং তারা যেন শিক্ষার্থী ও কর্মচারী বান্ধব হয়। আর শীতে স্টাফদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা আসলেই প্রশংসনীয়। এতে অসহায় দুস্থদের শীতের কষ্ট অনেকটা লাঘব হবে।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নোবেল ইসলাম সূর্য বলেন, আজ থেকে কলেজের নিরাপত্তা কর্মকর্তাদের  মধ্যে শীতবস্ত্র বিতরণ করে শুরু করলাম। ধাপে ধাপে আমি এই কলেজের  বাকি স্টাফদের  এবং অসহায়-দুস্থদের মাঝে এ কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ