বিপিএলের এক দলেই মাশরাফি-রিয়াদ-তামিম
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:২৩ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম রাউন্ডে মাশরাফিকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে তাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি।
আজ সোমবার ২০২২ সালে বিপিএলের অষ্টম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে হোটেল রেডিসনে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয় দল। ২১ জানুয়ারি থেকে খেলা হবে তিন ভেন্যুতে।
আরও পড়ুন: নারীদের বিপিএল চান রুমানা
ড্রাফট থেকে এখন পর্যন্ত যারা যে দলে
কুমিল্লা: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানবীর ইসলাম।
ঢাকা: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী।
সিলেট: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু।
খুলনা: শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
চট্টগ্রাম: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ।
বরিশাল: নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি।
আরও পড়ুন: বিপিএল সম্প্রচারে ভুল স্কোরিং, বিভ্রান্তিতে দর্শকরা
প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আরও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। তবে সিনিয়র অনেকেই দল পেলেও জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ড্রাফটে ঢাকায় নাম লিখিয়েছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে ‘এ’ ক্যাটেগরি থেকে দলে নিয়েছে ঢাকা, সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, মুস্তাফিজকে কুমিল্লা ও তাসকিনকে সিলেট। ‘বি’ ক্যাটেগরি থেকে বাঁহাতি স্পিনার নাসুমকে নিশ্চিত করেছে চট্টগ্রাম।
ড্রাফটের আগে দল চূড়ান্ত যাদের:
খুলনা: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।
বরিশাল: সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।
চট্টগ্রাম: নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।
কুমিল্লা: মুস্তাফিজুর রহমান।
ঢাকা: মাহমুদউল্লাহ।
সিলেট: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার।