বিপিএলের এবারের থিম সংয়ের দু’লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

মিরপুর শের-ই-বাংলায় বিপিএল উদ্বোধন অনুষ্ঠান
মিরপুর শের-ই-বাংলায় বিপিএল উদ্বোধন অনুষ্ঠান  © সংগৃহীত

‘‘খেলায় মাতো, সবাই মিলে, এলাকা কাঁপাও, ছক্কা চারে, বাংলার হৃদয়, উৎসবে নাচে, বিজয় উল্লাস, ঘরে ঘরে, লাল সবুজের পতাকা উড়ে, বাংলাদেশের আকাশজুড়ে, বিপিএলের ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল…’’

এমন সুরে মিরপুর শের-ই-বাংলায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং।

বিপিএলের এই বারের আসরের থিম সংয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, এর একটি পঙ্ক্তি বা দুটি লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের বিপিএল গেয়েছেন থিম সং তিন বিশিষ্ট শিল্পী রাফা, মুজা ও র‌্যাপার হান্নান।

ওপরের চরণগুলো এবারের বিপিএল-এর থিম সং। আজ মঙ্গলবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো এবারের বিপিএল থিম সংয়ের।

বিপিএল থিম সং ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় তিনি বলেন, `এবারের বিপিএল আয়োজনের সাথে স্যার (ড. মুহাম্মদ ইউনূস) পুরোপুরি সম্পৃক্ত। আমি নিজে স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে, স্যার আপনিতো অলিম্পিকসহ নানা ওয়ার্ল্ড মিটের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন। আমাদের বিপিএলে কিছু দিবেন। কিন্তু স্যার (ড. ইউনূস) যে এতটা সম্পৃক্ত হবেন, তা ভাবিনি আমি। আমি পারসোনালি এতটা আশা করিনি যে স্যার এত ইনভলভ হবেন। আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং থিম সংয়ে স্যার কয়েকটা লাইন লিখে দিয়েছেন। স্যারকে অনেক ধন্যবাদ। তার মূল্যবান ইনপুট দেয়ার জন্য।'

`এবারের বিপিএল আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক রক্তের মধ্য দিয়ে আমরা ক্রিকেটে নতুনত্বের প্রতিফলন ঘটাতে চাই। ‘

বলে রাখা ভালো, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বিপিএল থিম সংয়ের এই অন্তরাটি নিজে লিখেছেন, `এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, হাতে হাত ধরে নতুন করে আশার আলো ছড়াই।’

রোববার রাতে বিসিবি মিডিয়া সেন্টারের বাইরের নর্থ প্লাজায় হওয়া এ অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খান, মাহবুব আনাম, ফাহিম সিনহা, জুলাই-আগস্টের গণ আন্দোলনের অকুতোভয় শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ সহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence