বাংলাদেশের বিশ্বকাপ দলকে যে বার্তা দিলেন মাশরাফি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ১৬ মে ২০২৪, ০১:১১ PM
লাল-সবুজের জার্সিতে এখন আর দেখা যায় না মাশরাফি বিন মোর্ত্তজাকে। আগামীতেও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার সম্ভবনা নেই। জাতীয় দল থেকে দূরে থাকলেও খোঁজখবর ঠিকই রাখেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানালেন সাবেক এই অধিনায়ক।
বুধবার (১৫ মে) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছে ক্রিকেট দল। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ তার আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিশ্বকাপের প্রস্তুতির সেই সিরিজের জন্য আগেভাগেই দেশ ছাড়তে হয়েছে টাইগারদের।
বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মশরাফি লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না,শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেস্টা করব। “Go and kill it champs” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।