বাংলাদেশের বিপক্ষে তারুণ্যনির্ভর স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

ম্যাচ শেষে কুশল বিনিময় করছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা
ম্যাচ শেষে কুশল বিনিময় করছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা  © ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল। আগামী ১৭ ডিসেম্বর দেশটির ডুনেদিনে প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার। এর আগে ১৪ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্কোয়াডে নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পরিচিত মুখের কেউই। জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। এর মধ্যে দুজন রয়েছেন, যাদের কিনা দেশটির ঘরোয়া ক্রিকেটেও অভিষেক হয়নি। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড খেলবে অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার ভরত পপলির নেতৃত্বে।

এবার ভারত পপলির নেতৃত্বে নিউজিল্যান্ড স্কোয়াডে থাকছেন জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জোয় ফিল্ড, জেমস হার্টশর্ন, জারড ম্যাককে, সন্দীপ প্যাটেল , নিকিত পেরেরা, বেন পোমার, সমরাথ সিং, কুইন সুন্ডে, জামাল টড’রা।


সর্বশেষ সংবাদ